খালি একটি ভবনকে মাত্র দুই দিনের ব্যবধানে হাজার বেডের করোনাভাইরাস হাসপাতালে রূপান্তরিত করেছেন চীনের ইঞ্জিনিয়ার এবং স্বেচ্ছাসেবকেরা।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ডাবি মাউনটেইন রিজওনাল মেডিকেল সেন্টার নামের ওই হাসপাতালটির কাজ শেষ হওয়ার কথা ছিল মে মাসে। কিন্তু জরুরি পরিস্থিতে সেটিকে শুধু করোনাভাইরাস মোকাবিলার জন্য দ্রুত কাজ শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এই হাসপাতালে ৪৮ ঘণ্টায় এক সঙ্গে এক হাজার রোগীকে চিকিৎসা দেওয়া সম্ভব হবে।
গত শুক্রবার স্থানীয় কর্মকর্তারা কাজে নেমে পড়ার সিদ্ধান্ত নেন। সব কাজ শেষ করতে দিন-রাত ২৪ ঘণ্টা কাজ করেন ৫০০ কর্মী।
আগে তৈরি হয়ে যাওয়া ভবনটিকে রবিবারের ভেতর রোগীদের জন্য শতভাগ প্রস্তুত করা হয়। ইতিমধ্যে এক ব্যাচের রোগী সেখানে নেওয়া হয়েছে।
বেড প্রস্তুত হওয়ার পাশাপাশি পানি, বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগও নিরবচ্ছিন্ন রয়েছে সেখানে।