দাগনভূঞা ফেনী

২৯ ফ্রেবুয়ারী ফেনী আসছে এনায়েত উল্লাহ আব্বাসী

বিশেষ প্রতিনিধি : তাহরীকে খতমে নবুওয়াত আন্দোলনের আমীর পীর আল্লামা এনায়েত উল্লাহ আব্বাসী জৈনপুরী আগামী উনত্রিশ ফেব্রুয়ারি শনিবার ফেনীর দাগনভূঞা আসছেন | তিনি স্থানীয় দাগনভূঞা পৌরসভার কেন্দ্রিয় ইদগাহ উপজেলা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত আয়োজিত পবিত্র ইদে মিলাদুন্নবী(সা:)মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বলে মাহফিলের সভাপতি দাগনভূঞা বড় মসজিদের খতিব আল্লামা মুফতি আবুল কালাম আজাদ জানিয়েছেন।

মাহফিলে প্রধান বক্তা থাকবেন চাঁদপুর হাজিগন্জের বিশিষ্ট আলেম মাওলানা মুনির হোসাইন আবেদী |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *