খেলাধুলা

২৭ ছক্কা ও ৩০ চারে ৩৪৪ রান, টি-টোয়েন্টিতে দলীয় সংগ্রহের বিশ্বরেকর্ড

আন্তর্জাতিক ও স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ২০ ওভারে ৩০০ রানের কীর্তিটি এতদিন ছিল একমাত্র নেপালের। গত বছর এশিয়ান গেমসে তারা মঙ্গোলিয়ার বিপক্ষে ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করেছিল ৩১৪ রান। আজ সে রেকর্ড ছাপিয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের বিশ্ব রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে। যদিও এখানে থাকতে পারত ভারতও। তবে কিছুদিন আগে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ৩ রানের জন্য তিনশ পেরুতে পারেনি টি-টোয়েন্টি বিশ্বকাপের বিশ্বচ্যাম্পিয়নরা।

এই রান সংগ্রহ করতে গিয়ে রেকর্ডবুকে তোলপাড় করেছে জিম্বাবুয়ে। তাদের ইনিংসে জিম্বাবুয়ে ২৭টি ছক্কা মেরেছে। যা একটি রেকর্ডও। এর আগে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডটি এতদিন দখলে ছিল নেপালের। তারা মঙ্গোলিয়ার বিপক্ষে ৩১৪ রান করতে গিয়ে ২৬টি ছক্কা হাঁকিয়েছিল। এই ম্যাচে ইনিংসে সর্বোচ্চ রান দেয়ারও রেকর্ড হয়। ৪ ওভারে গাম্বিয়ার পেসার মুসা জোরবাতেহ দিয়েছেন ৯৩ রান। যা আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সবচেয়ে খরুচে বোলিং।

জোরবাতেহ এই বিব্রতকর রেকর্ড থেকে মুক্তি দিয়েছেন শ্রীলঙ্কার কাসুন রাজিতাকে। ২০১৯ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ ওভারে ৭৫ রান দিয়েছিলেন রাজিতা।

মাত্র ২০ ওভারে ৩৪৪ রান করে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ার পথে দানবীয় এক ইনিংস উপহার দিয়েছেন অভিজ্ঞ সিকান্দার রাজা। তিনি ৪৩ বলে ১৩৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। এ ইনিংসটি গড়তে গিয়ে তিনি ৭টি চার ও ১৫টি ছক্কা হাঁকান।

জিম্বাবুয়ে এই বিশ্বরেকর্ড গড়েছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা সাব-রিজিয়নের বাছাই পর্বের ম্যাচে। নাইরোবিতে গ্রুপ বি’র ম্যাচে গাম্বিয়ার বিপক্ষে মাত্র ৪ উইকেট হারিয়ে ৩৪৪ রান করে। এবারের বাছাই পর্বে রান উৎসবে মেতেছে জিম্বাবুয়ে। মাত্র চার দিন আগে সিচেলিসের বিপক্ষে আরেক ম্যাচে ৫ উইকেট হারিয়ে ২৮৬ রান করেছিল সিকান্দার রাজারা।

এদিন টস জিতে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে পাওয়ার প্লেতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড গড়ে। ৬ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ১০৩ রান স্কোরবোর্ডে জমা করে তারা। তবে রান তোলার গতি আরও বৃদ্ধি পায় সিকান্দার রাজা নামলে। ব্রায়ান বেনেট ৫০ রান করেন। তাদিওয়ানাসে মারুমানি মাত্র ১৯ বলে ৬২ রান করেন। তবে সবাইকে ছাড়িয়ে যান সিকান্দার রাজা। ক্লাইভ মাদান্দেও অর্ধশতক হাঁকিয়েছেন।

জিম্বাবুয়ের অধিনায়ক মাত্র ৩৩ বলে সেঞ্চুরি পূর্ণ করে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন। টি-টোয়েন্টিতে দ্রুতগতির রেকর্ডটি এস্তোনিয়ার সাহিল চৌহানের দখলে। তিনি চলতি বছরের ১৭ জুন সাইপ্রাসের বিপক্ষে ২৭ বলে সেঞ্চুরি করেন।

ম্যাচটিতে শেষ পর্যন্ত জিম্বাবুয়ে ২৯০ রানের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে। এটি ছিল জিম্বাবুয়ের ইতিহাসে সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড। এর আগে তারা রুয়ান্ডার বিপক্ষে ১৪৯ রানে জয় পেয়েছিল।