আগামী ২৬ ডিসেম্বর ফেনী আসছেন হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসার মহাপরিচালক আহমদ শফি। শহরের ঐতিহাসিক মিজান ময়দানে সংগঠনের উদ্যোগে শানে রেসালাত সম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে অংশ নিবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্মেলন সফল করতে ইতিমধ্যে সার্বিক প্রস্তুতি নেয়া হচ্ছে। সম্মেলনে বিশেষ মেহমান থাকবেন হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী, ওলামাবাজার দারুল উলুম আল হোসাইনিয়া মাদরাসার মুহতামিম মাওলানা নুরুল ইসলাম আদিব, জামেয়া কাসেমীয়া আশরাফুল উলুম মাদরাসার পরিচালক জুনায়েদ আল হাবীব, শায়েক রাজারিয়া রিসার্চ সেন্টারের মুহতামিম মুফতি মিজানুর রহমান সাঈদ, হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, রেফাকুল মাদারিসিল কাওমীয়ার সহ-সভাপতি মাওলানা আযহার আলী আনোয়ার শাহ, দারুল উলুম রাহমানিয়া মাদরাসার মুহতামিম মাওলানা মুফতী হাসান জামিল, আন্তর্জাতিক তাহফুফে খতমে নবুওত সেক্রেটারী মাওলানা নুরুল ইসলাম প্রমুখ। এছাড়া জাতীয় ও জেলা পর্যায়ের আলেম-ওলামাগণ অংশ নেবেন। সভাপতিত্ব করবেন জহিরিয়া জামে মসজিদের খতিব ও হেফাজতের জেলা সভাপতি মাওলানা আবুল কাসেম।
শানে রেসালাত সম্মেলন সফল করতে রবিবার বিকালে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। হেফাজতের জেলা সভাপতি মাওলানা আবুল কাসেমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ফেনী আলীয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান, হেফাজতের জেলা সহকারি সেক্রেটারী মাওলানা জাফর আহম্মদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওমর ফারুক, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জালাল উদ্দিন, মাওলানা আবুল খায়ের মাছুম, দাগনভূঞা উপজেলা সভাপতি মাওলানা নুরুল হুদা, ছাগলনাইয়া উপজেলা সভাপতি মাওলানা আনোয়ার উল্লা প্রমুখ।