দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ অজ্ঞান পার্টি চক্রের ১৭ সদস্যকে গ্রেপ্তার করেছে। ধারবাহিক অভিযানে তাদের কেরাণীগঞ্জসহ মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, সাভার, আশুলিয়া এবং ডিএমপির বিভিন্ন এলাকা হতে গ্রেপ্তার করা হয়।
৩/২৪/২০২৪ রোজ রবিবার দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।
আরো পড়ুনঃ আজ রাতেই ৮০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস, যেসব জেলায় ঝরবে
আসামিরা হলেন, কবির হোসেন (৪০), জামান (৩২), রুবেল (৩০), আলমগীর (৩৮), ইরফান (৪৫), মোকসেদ (৪৫), ইউনুস (৪৫), নেসার আলী ( ৪৫), বোরহান (৪০), হাসান ( ৩৮),সাব্বির শেখ (২৬), আজিজুল (৪০), সুমন (২৪), লিটন (৪৮), সাদ্দাম (৩০), তোফাজ্জল (৪৫) এবং মোহন চন্দ্র (৩৬)।
অত্র থানার পুলিশ সুপার জানান, গ্রেপ্তারদের মূল টার্গেট থাকতো অটোরিকশা। তারা চালককে অজ্ঞান করে গাড়িসহ নগদ টাকা ছিনিয়ে নিয়ে সটকে পড়তো। এ নিয়ে দুটি মামলা হওয়ার পর তদন্ত শেষে গ্রেপ্তার অভিযান চালানো হয়। চক্রটির অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে বলেও জানান আসাদুজ্জামান।
আরো পড়ুনঃ টাইগারদের জিততে দরকার ৫১১, বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার বিরল রেকর্ড!!
সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দীন কবির, দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ প্রমুখ।