নগর বাউল খ্যাত জেমস। তার গান মানেই তারুণ্যের উন্মাদনা। স্টেজ শো’তে তার উপস্থিতি মানেই জনসমুদ্র। বাংলাদেশে জেমস মানেই ভিন্ন কিছু। যার গান শোনতে মুখিয়ে থাকেন অগণিত ভক্ত। আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মোৎসব উপলক্ষ্যে ফেনী আসছেন এ রকস্টার।
‘মুজিববর্ষ’ এর প্রথমদিনে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক উৎসবের আয়োজন করছে পৌর আওয়ামীলীগ। সন্ধ্যায় এ কনসার্টে জেমস ছাড়াও দেশের জনপ্রিয় কন্ঠ শিল্পীরা গান পরিবেশন করবেন। অনুষ্ঠানে জন্মোৎসবের কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করবেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
ফেনী পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধুকে প্রজন্ম থেকে প্রজন্মের স্মৃতিতে সমুজ্জল রাখার প্রয়াসে শততম জন্মোৎসব ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রবেশাধিকার থাকবে সম্পূর্ণ উন্মুক্ত। গানে গানে ছন্দে-ছন্দে গলা-বাজি করবে গুরু, উঠবে ঝাঁকড়া বাউল চুল। গানের তালে উঠবে ধুলো।
এদিকে শুক্রবার রাতে জেমস আসার ঘোষনার পর জেলাব্যাপী কনসার্টে অংশগ্রহণের তোড়জোড় চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রিয় তারকার ছবি দিয়ে নানা পোস্ট দিচ্ছে তরুণরা।