ক্রিকেটে নতুনত্ব আনতে ভিন্নরকম প্রস্তাব দিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ১০০ মিটার ছক্কার ক্ষেত্রে ৯ রানের নিয়ম চালুর আহ্বান জানিয়েছেন প্রোটিয়া কিংবদন্তি।
রানের হিসেবে কোনোমতে সীমানা পেরোনো ছক্কার সঙ্গে ১০০ মিটার ছক্কার কোনো তফাৎ না থাকলেও, ব্যাটসম্যান ও দর্শকদের কাছে আলাদা গুরুত্ব পায় তা। সেজন্যই ১০০ মিটার সিক্সের ক্ষেত্রে বেশি রান দেয়ার আহ্বান জানিয়েছেন এবিডি।
আরও পড়ুন: ৫ ম্যাচে লিটনের সংগ্রহ ৩৭; যা বললেন সুজন!
এর আগে অনেকেই দাবি জানিয়েছেন বড় ছক্কার ক্ষেত্রে ১২ রান দেয়ার। তবে প্রোটিয়া লিজেন্ডের মতে, সেটা অনেক বেশি হয়ে যায়। বরং হান্ড্রেড মিটার সিক্সের ক্ষেত্রে ৯ রান দেয়া উচিত। ইংরেজিতে সিক্স অংকটির রিভার্স নাইন হওয়ায় সেটা বেশ ইন্টারেস্টিং হবে বলেও মনে করেন এবি। আর শেষ পর্যন্ত এটা চালু হলে রোহিত শর্মা, গ্লেন ম্যাক্সওয়েল, আন্দ্রে রাসেলরা বেশ খুশিই হবেন।
এমন নিয়ম কি শুরু হবে বলে মনে হয় ? শুরু হলেও কেমন হবে ব্যাপারটা ?