অন্যান্য

হিযবুত-শিবিরের বিরুদ্ধে কথা বলায় ‘হুমকি’, নিরাপত্তা চাইলেন ৬ বুয়েট শিক্ষার্থী

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শহীদ মিনারে গত রোববার বিকেলে সংবাদ সম্মেলন করে ইসলামী ছাত্রশিবির ও নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের বিরুদ্ধে কথা বলেছিলেন ছাত্রলীগের সমমনা কয়েক শিক্ষার্থী। এর পর থেকে তাঁদের নানাভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ওই শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে বুয়েটের উপাচার্যের কাছে তাঁরা আনুষ্ঠানিক অভিযোগ করেছেন।

আরো পড়ুনঃবেগুনের কেজি ১ টাকা, কষ্টে ফলানো সবজি খাচ্ছে গরু

উপাচার্য সত্যপ্রসাদ মজুমদারের কার্যালয়ে অভিযোগ জমা দেওয়ার পর আজ বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে বুয়েটের ড. এম এ রশীদ প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করেন ছাত্রলীগ-সমমনা পাঁচ ছাত্র। গণমাধ্যমকে এই সংবাদ সম্মেলন সম্পর্কে আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক ও বুয়েটের সদ্য সাবেক ছাত্র হাসিন আজফার। তবে সংবাদ সম্মেলনে তিনি উপস্থিত ছিলেন না।

সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সমর্থক হিসেবে পরিচিত বুয়েটের কেমিকৌশল বিভাগের ছাত্র আশিকুল আলম বলেন, ‘আমাদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে নানাভাবে, সামাজিক যোগাযোগমাধ্যমে বুলিং করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আমরা হুমকিদাতাদের নাম, তথ্যপ্রমাণসহ উপাচার্য স্যারের কাছে একটি আবেদন দিয়েছি, যাতে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু গ্রুপে আমাদের ছবি পাঠানো হচ্ছে। এর স্ক্রিনশট আমরা উপাচার্য স্যারকে দিয়েছি। গ্রুপগুলোতে আমাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।’

আশিকুল আলম আরও বলেন, তাঁদের পরিবারের কাছে ফোন যাচ্ছে—‘আপনার সন্তানকে দেখে রাখুন, পরের দিন কিন্তু পাবেন না’। আমরা সংবাদ সম্মেলন করে বুয়েটে হিযবুত তাহরীর ও শিবিরের কথা উল্লেখ করার পর থেকেই আমাদের এসব হুমকি দেওয়া হচ্ছে। আমরা আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।’

সংবাদ সম্মেলনে কেমিকৌশলের আরেক শিক্ষার্থী সাগর বিশ্বাস বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে যারা আমাদের নামে ঘৃণা ছড়াচ্ছে, তারা বুয়েটের বাইরের কেউ নয়। কিছু শিক্ষার্থী কাজটি করছে।’

আরো পড়ুনঃদাম কমল এলপি গ্যাসের ,সন্ধ্যা থেকে কার্যকর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *