চট্টগ্রামে এবার করোনাভাইরাস পাওয়া গেল আরও একজনের শরীরে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নতুন শনাক্ত হওয়া এই ১ জনসহ চট্টগ্রামে করোনা পজিটিভ রোগীর সংখ্যা গিয়ে দাঁড়ালো ৩৪ জনে। এছাড়া আজ নোয়াখালীতেও আরও একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানা গেছে।
করোনাভাইরাসের জীবাণু শনাক্ত হওয়া একমাত্র রোগীটিও পাহাড়তলী থানার। পাহাড়তলী থানাধীন হালিশহরের শাপলা আবাসিক এলাকার এই নারীর বয়স ২৫। তিনি এর আগে ওই এলাকায় শনাক্ত হওয়া করোনা পজেটিভ রোগীর পরিবারের সদস্য।
চট্টগ্রামের ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ল্যাবে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মোট ৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির রাত ১০টা নাগাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (১৬ এপ্রিল) চট্টগ্রামে করোনা পজিটিভ শনাক্ত হন ১ জন।