ইউনুস মিয়া, ফটিকছড়িঃ ২৭ এপ্রিল -হাটহাজারী উপজেলার ইছাপুর বাজার এবং পৌরসভার বিভিন্ন পাইকারি দোকানে আজ (সোমবার) বাজার মনিটরিং করা হয়। দেশের বর্তমান দুর্যোগে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নেয়া,লকডাউন অমান্য করা এবং ভেজাল পণ্য বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালত ৬ দোকানীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন এ ভ্রাম্যমান আদালতের নেতৃত্ন দেন।