চট্টগ্রামের হাটহাজারীতে গত সপ্তাহ থেকে হঠাৎ অস্থিতিশীল আদার বাজার। মূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করছেন ভ্রাম্যমাণ আদালতের দুটি টিম।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মদুনাঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন।
এ সময় অতিরিক্ত দামে আদা বিক্রির দায়ে দুই দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, উপজেলার মদুনাঘাট এলাকায় অমিত স্টোর নামের এক মুদির দোকানে মূল্য তালিকায় আদার দাম ১৪৫ টাকা উল্লেখ থাকলেও দোকানটিতে আদা বিক্রি হচ্ছে ২০০ টাকায়। অন্যদিকে একই এলাকার আমিন স্টোর নামের আরেকটি মুদি দোকানে মূল্য তালিকায় আদার দাম ১৬০ টাকা লেখা থাকলেও বিক্রি হচ্ছে ২২০ টাকায়।
ইউএনও রুহুল আমিন বলেন, মূল্য তালিকার সঙ্গে বিক্রয়মূল্যের অসঙ্গিতে পেয়ে দোকান দুটিকে প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। যারা সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করার চেষ্টা করছে তারা রেহাই পাবে না। দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।