সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত প্রবাসীর নাম মোহাম্মদ নাজিম উদ্দীন (৩০)। আজ সোমবার (১১ মে) স্থানীয় সময় বিকেল ৫টায় মক্কার আল হেরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়ার ৬ নম্বর ওয়ার্ডের দানু সিকদার পাড়ার মরহুম আবদুল মালেকের ছেলেপারিবারিক সূত্রে জানা যায়, নাজিম উদ্দীন মক্কায় ব্যবসা করতেন। তিনি গত ৫ মে নাজিম উদ্দীন করোনাভাইরাসে আক্রান্ত হলে মক্কার আল হেরা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়।