ফেনী

সোনাগাজীর সেই যুবক আইসোলেশনে, ২৩ জনের নমুনা সংগ্রহ, ৩ বাড়ি লকডাউন

সোনাগাজী পৌরসভার চরচান্দিয়ায় করোনা ভাইরাস আক্রান্ত যুবকের ৩ সহকর্মী সহ জেলায় ২৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার জেলায় ২৩ জনের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগের রেপিড রেসপন্স টিম। এরমধ্যে সোনাগাজী উপজেলায় ৯ জন ছাড়াও ফেনী সদর উপজেলায় ২ জন, দাগনভূঞা উপজেলায় ৪ জন, পরশুরাম উপজেলায় ৩ জন, ফেনী জেনারেল হাসপাতালে ৫ জনের নমুনা সংগ্রহ করা হয়।

সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, সংগ্রহকৃত রক্তের নমুনা একইদিন জেলা সিভিল সার্জন অফিসের মাধ্যমে চট্টগ্রামের বিআইটিআইডিতে পাঠানো হবে। করোনা আক্রান্ত ওই ব্যক্তিকে আজ মঙ্গলবার বিকালে ফেনী ট্রমা সেন্টারের আইসোলেশনে নেয়া হহয়েছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে চিকিৎসা দেয়া হচ্ছে।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব জানান, আক্রান্ত যুবক, সোনাগাজী ক্লিনিকের মালিক ডা. নুরুল্লাহ ও এক নারী কর্মচারীর বাড়ি লকডাউন ঘোষণা করা হয়।

প্রসঙ্গত: ১৬ এপ্রিল নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামের বিআইটিআইডি পাঠানো হয়।সোমবার সন্ধ্যায় পরীক্ষার ফল পাওয়ার পর তার শরীরে করোনা ভাইরাস সংক্রমণ নি‌শ্চিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *