করোনাভাইরাসের প্রভাবে সোনাগাজীতে কর্মহীন ও দরিদ্র মানুষের মধ্যে আজ রোববার ও গতকাল শনিবার রাতে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ ও সোনাগাজী সার্কেল। এরমধ্যে সার্কেল অফিসের পক্ষ থেকে ২শ এবং থানা পুলিশের পক্ষ থেকে ১শ পরিবারকে ত্রাণ দেওয়া হয়। গতকাল সকাল ১০ টা থেকে থানা চত্বরে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়।
সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমেদ বলেন, উপজেলার বিভিন্ন এলাকা থেকে তালিকা করে ৩০০ দুস্থ পরিবারের নাম অন্তর্ভূক্ত করে গতকাল তাঁদেরকে থানায় ডেকে এনে খাদ্যসামগ্রীগুলো বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, থানার পুলিশ কর্মকর্তা ও সদস্যদের অর্থায়নের দুস্থদের মধ্যে ত্রাণ বিতরণের উদ্যোগে গ্রহণ করা হয়। এছাড়া গত শনিবার রাতে (সোনাগাজী-দাগনভূঁঞা) সার্কেলের জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার (সার্কেল) মো. সাইকুল আহমেদ ভূঁইয়ার পক্ষ থেকে উপজেলা বিভিন্ন এলাকায় দুস্থদের মধ্যে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, লবণ ও একটি করে সাবান বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণের সময় থানার ওসি (তদন্ত) মো. আবদুর রহিম সরকার, এসআই মো. সাইফুদ্দিনসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।