নিজস্ব প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে একটি যাত্রীবাহী সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে বৃদ্ধ-শিশুসহ গুরুতর আ”হত হয় ৬ জন। এদের মধ্যে সিএনজির চালকও আ”হত হয়।
রবিবার (১৯জানুয়ারী) সকাল ১০ ঘটিকার সময় সোনাগাজী থেকে ওলামা বাজার আসার পথে যাত্রীবাহী একটি সিএনজি ওলামা বাজার মাদ্রাসা গেটের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে এ দু”র্ঘট”না ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাগাজী থেকে যাত্রীবাহী সিএনজি ওলামা বাজার মাদ্রাসার সামনে আসলে। হঠাৎ করে একটি বাচ্চা ছেলে সিএনজির সামনে এসে উপস্থিত হয়। গাড়িটি তৎক্ষণাৎ নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ খালে পড়ে যায়।
এতে একজন বৃদ্ধ ও শিশু শারীরিকভাবে গুরু”তর আহ”ত হয়েছেন। অতঃপর এদেরকে উন্নত চিকিৎসার জন্য সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। অন্যান্য যাত্রীদেরকেও বিভিন্ন স্থানে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এখন পর্যন্ত কারো নি”হত হওয়ার খবর পাওয়া যায়নি।