বিশেষ প্রতিনিধিঃ চলমান করোনা পরিস্থিতিতে সোনাগাজীতে ভাডাটিয়াদের বাসাভাড়া মওকুপ করলো বাড়ীর মালিক কুয়েত প্রবাসী মোশারফ হোসেন।
সোনাগাজী পৌরসভার ৭নং ওয়ার্ডের মোশারফ ম্যানশনের চারজন ভাড়াটিয়ার ভাড়া মওকুপ করে মহানুভবতা দেখালেন তিনি।
প্রবাসী মোশারফ চরছান্দিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আবদুল গফুর টেন্ডল বাড়ীর বাসিন্দা।
এবিষয়ে সোনাগাজী পৌরসভার প্যানেল অব মেয়র শেখ কলিম উল্যাহ রয়েল বলেন, করোনা পরিস্থিতিতে বাড়ী মালিকের এমন মনোভাব প্রশংসার দাবীদার, পৌর এলাকার বাড়ী মালিকদের কে আমি অনুরোধ করবো তারাও যেন পোবাসী মোশারফকে অনুসরন করে ভাড়াটিয়াদের প্রতি সদয় হন।