সোনাগাজী

সোনাগাজীতে দোকানের ভেতর অকারণে আড্ডা, ২১ জনকে জরিমানা

সরকারের নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখা এবং অকারণে দোকনে অবস্থান করায় ফেনীর সোনাগাজীতে ২১ জনকে ২১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) অজিত দেব এ জরিমানা করেন।

ইউএনও অজিত দেব জানান, বিকেলে পাঁচটা থেকে রাত পৌনে ১০টা নাগাত উপজেলার ওলামাবাজার, নবিউল্লার বাজার, ইতালি বাজার, মতিগঞ্জ বাজার, মতিগঞ্জ বাসস্ট্যান্ড, হাজিস্ট্যান্ড, বাজারমুন্সি বাজারে অভিযান চালিয়ে ২১ জনকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের মধ্যে দুজনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দোকান বন্ধ রাখার মুচলেকা নেওয়া হয়েছে।

তিনি জানান, সোনাগাজীর সব ব্যবসায়ী ও জনসাধারণকে সরকারের জারি করা বিজ্ঞপ্তি মেনে চলার জন্য বলা হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, এ অবস্থায় ‘করোনা যুদ্ধ করবো জয়, ঘরের বাইরে আর নয়’ এমন স্লোগানকে ধারণ করে মাঠে আরও সক্রিয় থাকতে দেখা যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *