অন্যান্য

সীতাকুন্ডে বিষাক্ত রং মিশিয়ে সামুদ্রিক মাছ বিক্রি

সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন হাট-বাজারে বিষাক্ত রং মিশিয়ে অবাধে বিক্রি হচ্ছে সামুদ্রিক নানা প্রজাতির মাছ। রং মেশানো এসব মাছের মধ্যে রয়েছে পোপা, লইট্যা, ছোট চিংড়িসহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ। ক্রেতারা তাজা মাছ মনে করে বেশি দাম দিয়ে এসব বিষাক্ত রং মেশানো মাছ কিনে নিয়ে প্রতারিত হচ্ছে। উপজেলার বিভিন্ন বাজারে বিক্রি করতে আসা সব ধরনের মাছে বিষাক্ত রং মিশিয়ে বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।

জানা গেছে, বিশেষ করে সাগরের সন্নিকটে বাড়বকুণ্ড, কুমিরা ঘাট, ফৌজদারহাট, ভাটিয়ারী, বাঁশবাড়িয়া, সীতাকুণ্ড ঘাট দিয়ে বিভিন্ন প্রজাতির সাগরের মাছ কূলে নিয়ে আসে জেলেরা। আর কিছু অসাধু ব্যবসায়ীরা অল্প দামে ক্রয় করে বিভিন্ন বাজারে প্রেরণ করে।

সেসব মাছগুলো বাজারে নিয়ে যাওয়ার সময় ক্ষতিকারক রং মিশিয়ে সীতাকুণ্ড এলাকার ভাটিয়ারী বাজার, মাদামবিবিরহাট বাজার, জলিল বাজার, ফৌজদারহাট বাজার, কুমিরা বাজার, সীতাকুণ্ড বাজারসহ বিভিন্ন পাড়া মহল্লায় দেদারচ্ছে বিক্রি হচ্ছে রং মেশানো মাছ। কিন্তু কোন প্রকার পদক্ষেপ নেয়নি কোন প্রশাসন।

এ ব্যাপারে সীতাকুণ্ড মৎস্য অফিসার শামীম আহমেদ বলেন, বাজারে মাছে ক্ষতিকারক রং মেশানোর বিষয়ে সবসময় তৎপর। এসব মাছ খাওয়ার পর মানুষের দেহে নানা রোগ দেখা দেয়। ফলে বৃদ্ধি পাচ্ছে স্বাস্থ্যঝুঁকি। তাই এসব অসাধু ব্যবসায়ীদের হাতেনাতে ধরতে পারলে জেল হাজতে প্রেরণ করি। সাগর থেকে মাছ তীরে নিয়ে এসে দীর্ঘক্ষণ রেখে দিলে মাছে পচন ধরলে সেই মাছ সাদা হয়ে যায়। এতে ক্রেতারা পচা মাছ বলে ক্রয় করতে চাই না তাই ব্যবসায়ীরা মাছে বিষাক্ত লাল রং মেশান। এসব রং শরীরের জন্য খুব ক্ষতিকারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *