করোনাভাইরাসের প্রভাবে দিনমজুর সংকট সব স্থানে।তাই দাগনভূঞা সিন্দুরপুর ইউনিয়নের যুবলীগ সভাপতি আজাদও সহ সভাপতি আমজাদ হোসেন নেতৃত্বে নোয়াদ্দা গ্রামে, জেলা ছাত্রলীগের সহ সভাপতি আবদুর রহিম পিন্টু ও ইউনিয় ছাত্রলীগ সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে দিলপুরে ও ইউনিয়ন ছাত্রলীগে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কবির আহাম্মদের নেতৃত্বে কোরবানপুরে সর্বমোট ১৭০ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছানো হয়।
ধান কাটায় সহযোগিতা করেন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিন্টূ ও সহ সভাপতি রাসেদ ও কলেজ ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ডিপিএম মাইন উদ্দিন।
সিন্দুরপুর ইউপি চেয়ারম্যান নূর নবী জানান, করোনাভাইরাসের কারনে সিন্দুরপুরে ইউনিয়নে দিনমজুর সংকট। তাই আজ সোমবার তৃতীয় ধাপে ছাত্রলীগ যুবলীগের নেতৃত্বে কৃষক ছেনু মিয়ার,শাহাব উদ্দিন ও সোহাগ এর ১৭০ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছানো হয়।করোনা মহামারি যতদিন থাকবে ইউনিয়নের যে সকল কৃষক পাকা ধান নিয়ে সমস্যায় থাকবে ততদিন ধান কেটে দেওয়া হবে বলে তিনি জানান।