‘‘বিশ্বময় মানুষের কথা’’এ শ্লোগানকে সামনে রেখে জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ পোর্টাল ‘‘মানব বার্তা” ডটকম দেশের প্রতিটি জেলা, উপজেলা ও সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস প্রতিনিধি ও ক্রাইম রির্পোটার আবশ্যক। এক ঝাঁক তরুণ, উদ্যমী, দেশপ্রেমিক, অভিজ্ঞ সংবাদকর্মী খুঁজছে। এছাড়া বিশ্বের সব দেশেই কান্ট্রি করেসপন্ডেন্ট
আবশ্যক।
আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট সাইজের ছবি, এনআইডির কপি, অভিজ্ঞতা ( যদি থাকে) উল্লেখ পূর্বক জীবন বৃত্তান্তসহ ইমেইলে পাঠাতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানাঃ
বরাবর
সম্পাদকঃ মানব বার্তা
৩১৪ /১- গ (২য় তলা), উলন রোড, পশ্চিম রামপুরা, ঢাকা। ০১৯৭৮১৬১১১১
Email: newsmbarta18@gmail.com / Web: www.manob-barta.com facebook.com/manobarta