কোপা আমেরিকার প্রস্তুতির জন্য দুটি ইউরোপীয় দেশের সঙ্গে খেলতে চেয়েছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেটি সম্ভব না হলেও, কনক্যাকাফের দুটি দেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলছে লিওনেল স্কালোনির দল। প্রথম ম্যাচে তাদের কাছে এল সালভাদর কোনো পাত্তাই পায়নি। এবার তাদের সামনে সম্প্রতি কোপা আমেরিকায় খেলার টিকিট পাওয়া দেশ কোস্টারিকা। স্কালোনি জানিয়েছেন, এ ম্যাচের একাদশে ব্যাপক রদবদল আসতে পারে।
আরো পড়ুনঃ লিটন প্রথম টেস্টে না খেলালেই ভালো হতো : পাপন
এর আগে আলবিসেলেস্তেদের বিপক্ষে জয়ের রেকর্ড নেই কোস্টারিকার। সবমিলিয়ে দু’দল সাতবার মুখোমুখি হয়েছে। যেখানে আর্জেন্টিনা পাঁচটিতে জয় এবং বাকি দুই ম্যাচ ড্র হয়েছে। আর্জেন্টিনা যে শক্তিমত্তায় কোস্টারিকার চেয়ে ধরাছোঁয়ার বাইরে সেটা সহজেই অনুমেয়। তার ওপর দলটির কোচের বক্তব্য বিষয়টা আরও পরিস্কার করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে আগামীকাল (বুধবার) সকাল ৮টা ৫০ মিনিটে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কোস্টারিকা।
ইনজুরির কারণে আগে থেকেই মাঠের বাইরে আছেন আলবিসেলেস্তে মহাতারকা লিওনেল মেসি। তাকে ছাড়া আর্জেন্টিনার স্কোয়াড ঠিক কেমন করে, তারই একটা ঝলক দেখা গেল শনিবার। মেসি যে দলের প্রাণভোমরা, সেই দলটাই মেসিকে ছাড়া খেলল দাপুটে এক ফুটবল। তাতে আর্জেন্টিনার ভক্তরাও খানিক খুশিই হবেন। লিওনেল স্কালোনির অধীনে দল যে সঠিক কক্ষপথেই আছে। বিশ্বচ্যাম্পিয়নদের আক্রমণাত্মক ফুটবলের মুখে এল সালভাদর হেরেছে ৩-০ গোলে।