নিজস্ব প্রতিবেদক: ফেনীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে মামুন নামে এক সহকর্মীকে হ”ত্যা”র চেষ্টা করেছে ষ্টার লাইন ফুডপ্রোডাক্টস লিঃ এর আরেক কর্মচারি দেলোয়ার হোসেন।আ”শ”ঙ্কাজনক অবস্থায় মামুনকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে ফেনী-নোয়খালী সড়কের কাশিমপুরে ষ্টার লাইন ফুডেপ্রোডাক্টস লিঃ এর কারখানায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ষ্টার লাইন ফুড প্রোডাক্টস লিঃ এর ফেনী নোয়খালী সড়কের কাশিমপুর কারখার কর্মচারি দেলেয়ার হোসেন কারখানার আরেক কর্মচারি মামুনকে পায়ুপথে বাতাস দিলে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দেলায়ার নিজেই ফেনী জেনারেল হাসপাতে নিয়ে আসে। বাতাস দেয়ার কথা স্বীকার করায় দোলোয়ার হোসেনকে আ”ট”ক করেছে পুলিশ।
কর্তব্যরত চিকিৎক ডাঃ মোহাম্মদ মোশারফ হোসেন জানান, মামুনের পায়ুপখে প্রেশার দিয়ে বাতাস দেয়া কারনে তার পেটের ভেতরের রেকটম ছিড়ে যাওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশ”ঙ্কা”জনক অবস্থায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।