সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটাপদ্ধতি সংস্কারের দাবি থেকে শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিটি ক্ষেত্রে শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এ কারণে ওই সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের চক্ষুশূলেও পরিণত হতে হয়েছে তাকে।
শিক্ষার্থীদের অকারণে গ্রেপ্তার, গুলি ও মৃত্যুর ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর কথা বলেছেন নির্মাতা ফারুকী। আবার আওয়ামী লীগ এবং দলটির বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দ্বারা শিক্ষার্থীদের ওপর নির্যাতন নিয়েও কথা বলেছেন। এদিকে গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ছাড়ার পরও দেশের বিভিন্ন সংস্কার নিয়ে কথা বলছেন এই নির্মাতা।
এবার আওয়ামী লীগ দলকে কিছু সত্য মেনে নেয়ার পরামর্শ দিলেন ফারুকী। রোববার (২৮ অক্টোবর) রাতে ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘জামায়াতকে যেরকম ৭১ (১৯৭১ সালে মুক্তিযুদ্ধ প্রসঙ্গ) প্রশ্ন ডিল করতে হয়েছিল, এমনকি এখনও হচ্ছে। আওয়ামী লীগকেও ২০২৪ এবং তার আগের ১৬ বছর নিয়ে প্রশ্ন ডিল করতে হবে। এই সত্যটা আওয়ামী লীগ যত দ্রুত বুঝবে ততই তাদের এবং দেশের মঙ্গল।’
এরপর আওয়ামী সরকারের বিভিন্ন অন্যায়-অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি লিখেছেন, ‘আপনি ভাব করবেন জুলাইয়ে ঝাঁকে ঝাঁকে মানুষ মারেন নাই, ১৬ বছর ধরে গুমের সংস্কৃতি কায়েম করেন নাই, নিজের ক্যাশিয়ার দিয়ে ব্যাংক লুটপাট করেন নাই, বিচার-নির্বাহী-পুলিশ বাহিনী ধ্বংস করে দেন নাই, এমনকি সেনাবাহিনীর ভেতর জিয়াউল আহসানের মতো নির্যাতনের টুল বানান নাই, সেটা হবে না। এতো এতো প্রমাণের যুগে অস্বীকার করাটা ব্র্যান্ড ইমেজ রক্ষা করার কোনো উপায় না।’
সবশেষ শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ফারুকী লিখেছেন, ‘আর ফোনে এসব হুমকি-ধামকি যে তার খুনি ইমেজটাই বড় করে তুলতেছে, এইটা বলার মতো লোকও পাশে নাই দেখে বুঝলাম, কীভাবে সে মনস্টার হয়ে উঠল।’
প্রসঙ্গত, সম্প্রতি শেখ হাসিনার কয়েকটি কলরেকর্ড ফাঁস হয়েছে। এতে তার দেশে ফেরার কথা শোনা গেছে। কখনো আবার অন্তর্বর্তী সরকার, বিএনপি-জামায়াত নিয়েও মন্তব্য করেছেন। মূলত সেসবের জবাবেই ফোনে হুমকি-ধামকির প্রসঙ্গ স্ট্যাটাসে টেনেছেন ফারুকী।