লোহাগাড়ায় ৩০ টাকার মাস্ক ১৮০ টাকায় বিক্রির অভিযোগে ৩ দোকানকে জারিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ মার্চ) রাত সাড়ে ৮ টায় অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রি প্রতিরোধে ও বাজার নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ।

অতি মুনাফা আদায়ের অভিযোগে মোস্তাফিজুর রহমান মার্কেটের বেবি প্লাসকে ২ হাজার টাকা, একই মার্কেটের নিউ চমককে ৫০০ টাকা ও হাজী বদিউর রহমান মার্কেটের রহমানিয়া গার্মেন্টসকে ৩ হাজার, জরিমানা করা হয় । এ সময় ব্যবসায়ীদের সচেতনামূলক নির্দেশনা দেন উক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জানা যায়, বাংলাদেশে সম্প্রতি তিনজন করোনা আক্রান্তের খবরে দেশের জনগণ দলে দলে মাস্ক কেনা শুরু করেছে।
এই সুযোগে এক শ্রেণির অতি মুনাফাধারীরা অন্যায্য মূল্য নিয়ে অনেক টাকা হাতিয়ে নিচ্ছে। যা ভোক্তা অধিকার আইনে দণ্ডনীয়।
লোহাগাড়া উপজেলা প্রশাসনের এই অভিযানকে স্বাগত ও সাধুবাদ জানিয়েছে সাধারণ জনগণ।বাজার নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রাখার দাবি সকলের।