শেষবারের মতো মাশরাফী বিন মুর্তজার নেতৃত্বে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। এই ম্যাচ জিততে পারলে অধিনায়ক হিসেবে ৫০তম ওয়ানডে জয়ের স্বাদ পাবেন নড়াইল এক্সপ্রেস।
প্রিয় নেতার বিদায়ী ম্যাচটি স্মরণীয় করে রাখতেই দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন বাংলাদেশের দুই অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। ইতোমধ্যেই সেঞ্চুরি করেছেন লিটন দাস।
অধিনায়কত্বের শেষ ম্যাচে টস করতে গিয়ে সফল হতে পারেননি মাশরাফী বিন মুর্তজা। কিন্তু জিম্বাবুয়ে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নিলে ব্যাটিং পায় বাংলাদেশ। ব্যাটিং করতে নেমে ধীরেসুস্থে প্রতিপক্ষের উপর চড়াও হয় টাইগার ওপেনার তামিম-লিটনের ব্যাট। এই দুইয়ের ব্যাটে কোণঠাসা জিম্বাবুয়ে।
শুরু থেকেই দারুণ সব স্ট্রোক্স খেলতে থাকেন লিটন কুমার দাস। এর মধ্যেই ব্যক্তিগত শতক পাড় করলেন লিটন। তেরটি চারের মাধ্যমে ইনিংসটি সাজিয়েছেন এই টাইগার ব্যাটসম্যান। বর্তমানে তার সংগ্রহ ১১৬ বলে ১১৩ রান। তামিম ইকবাল অপরাজিত আছেন ৮৪ বলে ৭৯ রান নিয়ে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৩.২ ওভারে ১৮২ রান। তবে বৃষ্টির কারণে আপাতত বন্ধ রয়েছে খেলা।