সারা বিশ্ব যখন থমকে দাড়িয়েছে. করোনা ভাইরাস আতংকের কারনে। তখনই লন্ডনে আক্রান্ত ররোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত ডাক্তার নার্স ক্লান্ত খাবার ফ্রি করে দিলেন ফেনীস্থ দাগনভুঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের নোয়াদ্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ মিয়ার ছেলে রবিউজ্জামান জামাল (লন্ডন প্রবাসী )।
তিনি লন্ডনে সেচ্ছায় নিজের রেষ্টুরেন্টে ডাক্তার নার্সদের খাবারের ব্যবস্থা করছে বিনামূল্যে। এ সংক্রান্ত একটি প্রতিবেদন রির্পোট বিবিসি নিউজে প্রচার হয় জামালের ছবিসহ। এ প্রতিবেদন এর তাঁর নিজ এলাকার লোকজনসহ স্বজনরা এই দুযোর্গ কালীণ সময়ে মানুষের কল্যাণে এগিয়ে আসায় জামালের জন্য প্রাণ খুলে দোয়া করেন এবং তার সুস্হতা ও দীর্ঘায়ু কামনা করেন।