আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি সারাদেশে আন্দোলন শুরু করেছে। আজ চট্টগ্রামের ফলো গ্রাউন্ড মাঠে বিএনপি’র প্রথম গণসমাবেশ শুরু করেছে। সারাদেশের সবগুলো বিভাগে বিএনপি গণ সমাবেশ করবে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে বিএনপি নেতা কর্মীগণ চট্টগ্রামের ফলোগ্রাউন্ড মাঠে জনসমাবেশে উপস্থিত হয়। তবে বিএনপি নেতাকর্মীগন জানান, তারা বিভিন্ন জেলা উপজেলা থেকে আসার সময় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের বিভিন্ন নেতা কর্মীরা বিএনপি নেতাকর্মীদের উপর বিভিন্ন হামলা এবং ভাঙচুর করে। এতে বিএনপির অনেক নেতাকর্মে আহত হয়।





পরে বিকেলে চট্টগ্রামের ফলো গ্রাউন্ড মাঠে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বলেন, এই সরকার অবৈধ সরকার, রাতে ভোট চুরি করে জনগণের অধিকার লুণ্ঠিত করে ক্ষমতায় এসেছে। এ সরকার বলেছে 10 টাকায় মানুষকে চাল খাওয়াবে কিন্তু এখন চালের কেজি ৭০ টাকা। এছাড়া গ্যাস পানি বিদ্যুৎ সবকিছু দাম বেড়েছে আগের থেকে অনেক বেশি। ইদানিং দেখতেছি বিদ্যুতের পাইকারি দাম আবারো বাড়ানো হবে। এই অবৈধ সরকার সবকিছুর দাম বাড়িয়ে দিয়েছে।





জনগণের কোন অধিকার নেই, জনগণ না খেয়ে মারা যাচ্ছে। আজকের এই সমাবেশের মাধ্যমে জনগণ জানিয়ে দিয়েছে আওয়ামী লীগ সরকারের কোন জনপ্রিয়তা নাই।
এ সময় ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, বিভিন্ন দ্রব্যমূল্যের অতিরিক্ত মূল্য বাড়ানোর পরে বিএনপির আন্দোলনে পুলিশের গুলিতে বিএনপির পাঁচ নেতাকর্মী নিহত হয়। তারা মানুষের অধিকার আদায়ের জন্য মাঠে নামে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, হয় আমরা রাজপথে লড়াই করে বেঁচে থাকব অথবা মারা যাবো। কিন্তু এই অবৈধ সরকারকে আর ক্ষমতা যেতে দেয়া হবে না।





তিনি এ সময় নেতা কর্মীদেরকে আন্দোলন দুর্বার গতিতে এই জন্য আর আহবান জানান।