রাজধানীর পল্টন থানার বিপরীতে ইসলাম টাওয়ার গলির একটি সেলুনে এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে কারিগরসহ দগ্ধ হওয়া তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। লকডাউনের মধ্যেই নয়াপল্টনে স্টাইল জোন নামের সেলুনটির শাটার বন্ধ করে ভেতরে চুল কাটছিলেন কারিগর। বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে ওই বিস্ফোরণের পর তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধ তিনজন হলেন; সেলুন মালিক ও কারিগর কালাম (৪০), চুল কাটতে আসা মো. রাসেল (২২) ও পথচারী শাহ আলম (৫০)।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বৃহস্পতিবার জানিয়েছেন, দগ্ধ তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরের ৪০ থেকে ৭০ শতাংশ পুড়ে গেছে। জানা যায়, বুধবার রাত ৯টার দিকে ওই সেলুনের মালিক কালাম গ্রাহক রাসেলের চুল কাটছিলেন। তবে সেলুনের শাটার নামানো ছিল। তখন বিকট শব্দে সেলুনের এসি বিস্ফোরণ হয়। দোকানের শাটার ভেঙে রাস্তায় থাকা শাহ আলমের গায়ে গিয়ে আঘাত করে। এতে শাহআলম আ, হত ও আগুনে দগ্ধ হন। পরে দগ্ধ অবস্থায় তিনজনকেই হাসপাতালে ভর্তি করা হয়।