অন্যান্য

রাজধানীতে ছাদে জবাই করে হত্যার ভিডিও সম্পর্কে যা জানা গেল

মোহাম্মদপুরে বাড়ির ছাদে একজনকে জবাই করে হত্যা শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি সত্য নয়। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মোহাম্মদপুরের সেনা ক্যাম্পে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক মেজর এ তথ্য জানান।

তিনি জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মোহাম্মদপুরে বাড়ির ছাদে একজনকে জবাই করে হত্যা’ শিরোনামে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেটি সত্য নয়। মূলত দুই মাদক কারবারির দ্বন্দ্বে এক পক্ষ আরেক পক্ষের এক সদস্যকে কুপিয়ে আহত করে। ২৪ অক্টোবর শেখের টেক ২ নম্বর রোডের শেষ মাথায় এই ঘটনা ঘটে। তবে কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি।

সেনা কর্মকর্তা আরও জানান, এই ঘটনায় উভয় পক্ষের সব সদস্যকে ইতোমধ্যে সেনাবাহিনী আটক করেছে। তারা মোহাম্মদপুরে পুলিশ হেফাজতে আছে। এখনও তাদের বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি। জানা গেছে, তারা মাদক ব্যবসায়ী রনি ও জনির লোক। এছাড়া তারা সবাই শীর্ষ সন্ত্রাসী কব্জি কাটা আনোয়ার ওরফে শুটার আনোয়ারের অনুসারী।

এদিকে গত ২৭ অক্টোবর রাতে ২৩ ইস্ট বেঙ্গল কর্তৃক অভিযান পরিচালনা করে আল আমিন ও একজন নারীসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ভাইরাল হওয়া ভিডিওতে থাকা সদস্যও রয়েছে।