রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল ছাড়াও তাঁর পরিবারের আরও ৪ জন করোনা আক্রান্ত বলে জানা গেছে। আক্রান্তদের মধ্যে রয়েছেন তাঁর স্ত্রী, বড় মেয়ে ও দুই গৃহপরিচারিকা।
এর আগে গত মঙ্গলবার (১৯ মে) চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষার রিপোর্টে এহসানুল হায়দার চৌধুরী বাবুলের করোনা পজিটিভ আসে। এর পর থেকে তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন। পরবর্তীতে তাঁর পরিবারের সদস্যদের নমুনা পরীক্ষা করা হলে আরও ৪ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।

এদিকে আবারো সকলের কাছে দোয়া চেয়েছেন উপজেলা চেয়ারম্যান বাবুল। তিনি মুঠোফোনে বলেন, ‘আমি বসে থাকার মানুষ নই। সারাদিন মানুষের কোন না কোন কাজে ছুটে যেথাম। আজ আমি বাসায় বসে এবাদত করে সময় কাটাচ্ছি। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন।