চট্টগ্রামের রাউজান উপজেলার চিকদাইর এলাকায় শহিদুল হক (৬২) নামের একজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ সোমবার (২৫ মে) সকালে তিনি মারা গেছেন বলে জানান প্রতিবেশী চিকদাইর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলমগীর কবীর চোধুরী ।

আলমগীর কবীর বলেন, শহিদুল হক পরিবার পরিজন নিয়ে চট্টগ্রাম নগরীতে বসবাস করতেন। নমুনা পরীক্ষার রিপোর্ট এখনো পাওয়া যায়নি । গতকাল রবিবার রাতে চট্টগ্রাম মেডিকেলের আইসোলেশন ইউনিটে শ্বাসকষ্ট বেড়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন। পরে সেখানে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। আজ তার গ্রামের বাড়িতে সামাজিক কবরস্থানে স্বাস্থ্যবিধি মেনে দাফন সম্পাদন করা হয়।