ফেনী শহরের ট্রাংক রোডে মেয়াদোত্তীর্ণ ঔষুধ মজুদ রাখায় হীরা ফার্মেসীর জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সূত্র জানায়, রবিবার ভোক্তা অধিকার ও ঔষুধ প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ট্রাংক রোডের হীরা ফার্মেসী এন্ড ডিপার্টমেন্টাল স্টোরে হানা দিয়ে মেয়াদোত্তীর্ণ কাটা ঔষুধের মজুদ দেখা যায়।
এছাড়া দোকানে অনুনোমোদিতভাবে ফাস্টফুড বিক্রি করা হয়। ফাস্টফুড বিক্রি বন্ধ করতে ১ সপ্তাহের সময় বেঁধে দেয়া হয়। মেয়াদোত্তীর্ণ ঔষুধ বিক্রি করায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক সোহেল চাকমা ও জেলা ড্রাগ সুপার সালমা সিদ্দিকা, পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিক সহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।