ছাগলনাইয়ার চার ঔষধ দোকানের ২০ হাজার টাকা জরি’মানা করেছে ভ্রাম্যমান আদা’লত। সোমবার সকালে ছাগলনাইয়ার সহকারি কমিশনার (ভূমি) নাহিদা আক্তার তানিয়া চাঁদগাজী বাজারে অভি’যান পরিচালনা করে এ জরিমানা করেন।
তিনি জানান, বাজারে পরিচালিত অভিযানে মেয়াদোত্তীর্ণ, অনুমোদনহীন ঔষধ, সরকারী ঔষধ, ফুড সাপ্লিমেন্ট সংরক্ষণ, লাইসেন্স বিহীন ঔষধ ব্যবসা পরিচালনা, সঠিক তাপমাত্রায় ঔষধ সংরক্ষণ না করার অপরা’ধে মারুফ মেডিকেল হলকে দুই হাজার, জাহাঙ্গীর মেডিকেল হলকে পাঁচ হাজার, লাকী ফার্মেসীকে পাঁচ হাজার ও হাজী মেডিকেল হলকে আট হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জ’রিমানা করে ভ্রাম্যমান আদাল’ত।
ভ্রাম্যমান আ’দালত পরিচালনার সময় জেলা ঔষধ তত্ত্বাবধায়ক সালমা সিদ্দিকাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।