দাগনভূঞা প্রতিনিধি-: মুজিব বর্ষ উপলক্ষে উপজেলা পরিষদের উদ্যোগে দাগনভূঞা বাজারের জিরো পয়েন্টে লাগানো হয়েছে ডিজিটাল ডিসপ্লে। সোমবার সকালে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো:ওয়াহিদুজ্জামান।
উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন,ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সি,পৌর মেয়র ওমর ফারুক খান প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আওয়ামী লীগ নেতা নুর ইসলাম।
প্রসঙ্গত; ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে মুজিব বর্ষে সরকারে উন্নয়নমূলক কর্মকান্ড ও বঙ্গবন্ধুর আত্মজীবনি প্রচার করা হবে।