মিরসরাইয়ে অল্পের জন্য রক্ষা পেল ট্রেনের শত শত যাত্রী। লাইনের উপর দাঁড়িয়ে থাকা ভটভটি নসিমনকে ধাক্কা দিলে ৩শ গজ দুরে গিয়ে দুমড়ে মুচড়ে যায়। শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের ধুমঘাট ব্রিজ এলাকায় এই দুর্ঘ’ট’না ঘটেছে।তবে এতে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। প্রায় ৪৫ মিনিট ঢাকা থেকে চট্টগ্রামমুখী ডাইন লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিলো।
মিরসরাইয়ের চিনকী আস্তানা রেল ষ্টেশন মাষ্টার মইনুল হুদা মজুমদার জানান, চট্টগ্রামগামী মহানগর প্রভাতি ট্রেন মুহুরীগঞ্জ ষ্টেশন ছাড়ে শনিবার ২টা ১৮ মিনিটে। ধুমঘাট ব্রিজ এলাকায় আজমনগর গ্রামীণ সড়ক ক্রসিংয়ে লাইনে দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই একটি ভটভটিকে ধাক্কা দেয়। এরপর প্রায় ৩শ গজ দুরে কমফোর্ট হাসপাতালের পাশে এসে ট্রেন থেমে যায়। তিনি আরো বলেন, ট্রেন চালকের দূরদর্শী নিয়ন্ত্রণের ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় ট্রেন ও যাত্রীরা। প্রায় ৩৫-৪০ মিনিট ট্রেন দাঁড়িয়ে থাকার পর চট্টগ্রামের উদ্যোশ্যে ছেড়ে যায়।