অন্যান্য

মিরসরাইয়ে প্রথম করোনা রোগী সনাক্ত

মিরসরাইয়ে প্রথম করোনাভাইরাস (কোভিড- ১৯) আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। তিনি ১২ নং খৈয়াছরা ইউনিয়নের বাসিন্দা। আক্রান্ত রোগী একজন মহিলা। তিনি এক সেনা সদস্যের স্ত্রী। শারীরিক অসুস্থতা জনিত সমস্যা নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) -এ ভর্তি হলে সেখান থেকে নমূনা সংগ্রহ করার পর তার করোন “পজিটিভ” পাওয়া যায়।

রবিবার (১৯ এপ্রিল) ভোরে বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান পিপিএম।

তবে এখন পর্যন্ত আক্রান্ত রোগীর সংস্পর্শে কে বা কারা এসেছে জানার জন্য তদন্তে নেমেছে পুলিশ। তিনিই বা কিভাবে আক্রান্ত হল তা নিশ্চিত হওয়া যায়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডা. মিজানুর রহমান জানান, আমরা দিবাগত রাতে একজন মহিলা আক্রান্ত হওয়ার সংবাদ পাই। তিনি বর্তমানে সিএমএইচ -এ ভর্তি আছেন।

আমরা আশপাশের এলাকার তার সাথে সংশ্লিষ্টদের ব্যাপারে খবর নিচ্ছি। আপাতত আক্রান্ত রোগীর বসবাসের বাড়ি লক ডাউন করা হচ্ছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গতকাল সর্বশেষ চট্টগ্রামে নতুন ১২২ নমুনা পরীক্ষায় আরও ৪ জনকে করোনা পজেটিভ পাওয়া গেছে। এদের মধ্যে চট্টগ্রামের ১ জন এবং লক্ষ্মীপুরের ৩ জন। শনিবার (১৮ এপ্রিল) রাতে ফৌজদারহাটের অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) নমূনা পরীক্ষার ফলাফল পাওয়ার পর বিষয়টি নিশ্চিত গণমাধ্যকে নিশ্চিত করেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। চট্টগ্রাম নগরের একজন যিনি সনাক্ত হয়েছেন তিনি পতেঙ্গার বাসিন্দা ৩৩ বছর বয়সী নারী, বাকি তিনজন লক্ষ্মীপুরের। এরমধ্যে একজন পুরনো করোনা রোগী বলেও জানান তিনি।

এদের মধ্যে, মিরসরাইয়ের কোন সনাক্ত হওয়া রোগী পাওয়া যায়নি। তার খবর পরে আসার কারণ অনুসন্ধানে জানা যায়, বিআইটিআইডি ছাড়াও সেনা নিয়ন্ত্রিত সিএমএইচ -এ এই পরীক্ষা করা যায়। যা সীমাবদ্ধ আকারে। আক্রান্ত মহিলা সেনা সদস্যের স্ত্রী হওয়ায় এবং তার উল্লেখিত, হাসপাতালে চিকিৎসার সুযোগ থাকায় সরাসরি গিয়ে পরীক্ষার পর দ্রুত রিপোর্ট পেয়ে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রুহুল আমিন বলেন, গতরাতে আমার কাছে অনেক দেরিতে তথ্য আসে। আইইডিসিআরের মাধ্যমে জানতে পািরনি। হয়তো দুপুরের মধ্যে সংস্থাটি ঘোষণা দেবে। আর ওই বাড়ি লকডউনের বিষয়টি শ্রীঘ্রই জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *