খেলাধুলা

মিরপুরের হতাশা সাগরিকায় ভাসাতে চায় টাইগাররা

মিরপুরে দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম টেস্ট হেরে যাওয়ায় দুই ম্যাচের সিরিজে বাংলাদেশের এখন হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ। মঙ্গলবার মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট ম্যাচটি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হবে প্রথম দিনের খেলা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট সাত উইকেটে হেরেছে বাংলাদেশ। মিরপুর স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামাটাই হয়তো কাল হয় শান্ত বাহিনীর। ১০৬ রানে গুটিয়ে যায় প্রথম ইনিংস। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ দল। দ্বিতীয় ইনিংসে ৩০৭ রান করলেও দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জিং টার্গেট দেওয়া যায়নি। সফরকারী দল ২২ ওভারে তিন উইকেট হারিয়েই ১০৬ রানের লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলে।

মিরপুরের দুঃস্বপ্ন ভুলে টাইগারদের চোখ এখন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। মঙ্গলবার সেখানেই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে। সিরিজ ড্র করতে দ্বিতীয় টেস্ট জিততেই হবে স্বাগতিকদের। সে লক্ষ্যে প্রথম টেস্টে ব্যর্থ ব্যাটসম্যানরা সাগরিকায় ব্যাটিং নিয়ে বাড়তি কাজ করেছেন। নেটে ঘাম ঝরিয়েছেন শান্ত, মুশফিক, লিটনরা।