অন্যান্য

মাস্ক না পরায় চট্টগ্রামে ৮০জনকে জরিমানা

করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরা নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান অব্যাহত রেখেছে।

মাস্ক না পরায় শনিবার (২৮ নভেম্বর) নগরীর বিভিন্ন এলাকায় চট্টগ্রামে ৮০ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান বহদ্দার হাট ও বাকলিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাস্ক না পরায় তিনি ১৫ মামলায় ১৫ জনকে ১ হাজার ৬০০ টাকা জরিমানা করা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসেন ডিসি হিল, সিআরবি, টাইগারপাস, রেলওয়ে জাদুঘর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি ১৩ মামলায় ১৩ জনকে ৯৬৫ টাকা জরিমানা করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন ষোলশহর কর্ণফুলী বাজার ও বিপ্লব উদ্যান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি ২১ মামলায় ২২ জনকে ৩ হাজার ৮০০ টাকা জরিমানা করেন।

পতেঙ্গা সৈকত এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন। তিনি ২৩ মামলায় ৩০ জনকে ৩ হাজার ৪০০ টাকা জরিমানা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *