ভারত ক্রমেই ক্ষোভ ও তোপের মুখে পড়েছে। প্রাণাধিক প্রিয়নবীকে নিয়ে কটুক্তি করার জেরে মুসলিম বিশ্ব ক্রমেই ক্ষোভ হচ্ছে ভারতের এই কটুক্তির বিরুদ্ধে। এখন পর্যন্ত বিশ্বের অন্তত ১৫টি দেশ ভারতের বিরুদ্ধে সরব হয়েছে।
মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলোসহ। এরমধ্যে বিতর্কিত মন্তব্যের জন্য ভারতের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ইরান, ইরাক, কুয়েত, কাতার, আল আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইরান, জর্ডান, আফগানিস্তান, বাহরাইন, মালদ্বীপ, লিবিয়া এবং ইন্দোনেশিয়া সহ অন্তত ১৫টি দেশ।
মঙ্গলবার (৭ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ভারত সরকারকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে দেশগুলো, তাদের নিন্দা ও নবী সম্পর্কে বিতর্কিত মন্তব্যের কারণে।
এক টেলিভিশন শোতে অংশ নিয়ে মহানবী (সা.) সম্পর্কে বিতর্কিত ওই মন্তব্য করেছিলেন ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক মুখপাত্র নুপুর শর্মা। পরে নুপুর শর্মার মন্তব্যের সমর্থনে টুইট করেন নয়াদিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন জিন্দালও।
দেশটির সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে তাদের এই মন্তব্য ক্ষুব্ধ করে তোলে। এমনকি ভারতের কয়েকটি রাজ্যের মুসলিমরা বিক্ষিপ্তভাবে প্রতিবাদ বিক্ষোভ করেন অভিযুক্তদের মন্তব্যের জেরে। আর এর রেশ ভারতের গণ্ডি ছাড়িয়ে বাইরের বিশ্বে ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, গত সপ্তাহে টেলিভিশন বিতর্কে তিনি মহানবী (সা.) ও তার সবচেয়ে ছোট স্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন নূপুর শর্মা। মুসলিমদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে মন্তব্য করার পর। নূপুরকে গ্রেপ্তারের দাবি উঠেছে। এমনকি ভারতেই সংঘরষ হয়েছে। মুসলিম দেশগুলোতে এই ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
সরকার নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালকে বরখাস্ত করে রবিবার মুসলিম দেশগুলোর ক্ষোভ প্রশমনের জন্য।
নূপুরের কড়া সমালোচনা করা হয়েছে এদিনই সরকারের বক্তব্যে মহানবী (সা.)কে নিয়ে বিতর্কিত মন্তব্যের কথা সরাসরি উল্লেখ না করে, জবাবে নূপুর শর্মা তার বক্তব্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।