অন্যান্য

ভোট গণনার শেষ পর্যায়ে এসে ট্রাম্পের চমক

বিশ্বের সবচেয়ে আলোচিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে বরাবরের মতোই বিভিন্ন প্রাথমিক জরিপ এবং বুথ ফেরত জরিপ প্রকাশ করা হচ্ছিল। ধরতে গেলে অধিকাংশ জরিপেই ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে খানিকটা এগিয়ে রেখে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সুস্পষ্ট ইঙ্গিত প্রকাশিত হয়েছে। তবে ভোট গণনা যতটা শেষ পর্যায়ের দিকে যাচ্ছে ততই তরতর করে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প। ভুল প্রমাণিত হতে যাচ্ছে ফাইভথার্টিএইট (৫৩৮)-এর মতো স্বনামধন্য এবং নির্ভরযোগ্য জরিপ সংস্থাগুলোর পূর্বাভাস।

ভোট চলাকালে ফাইভথার্টিএইট (৫৩৮) নামে মতামতভিত্তিক জরিপ বিশ্লেষণকারী প্রভাবশালী আমেরিকান ওয়েবসাইট চূড়ান্ত পূর্বাভাস প্রকাশ করে। সংস্থাটির চূড়ান্ত মডেলটি প্রকাশিত হয় স্থানীয় সময় ৫ নভেম্বর (মঙ্গলবার) সকাল ৬টায় (বাংলাদেশ সময় বিকেল ৫টা)। সেখানে বলা হয় রিপাবলিকানদের পক্ষে সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখার সম্ভাবনা ১০ এর মধ্যে ৯। অন্যদিকে, হাউজ অব রিপ্রেজেন্টিটিভসে (প্রতিনিধি পরিষদ) এবং প্রেসিডেন্সিতে দুই দলই সমানে সমান। কোন দলেরই জয় অমীমাংসিত। ৬০তম এই প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিযোগিতাটি হতে পারে শতাব্দীর মধ্যে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

সবাই যে মহারণের দিকে তাকিয়ে রয়েছেন, সেটা প্রমাণিত। ৫৩৮-এর চূড়ান্ত পূর্বাভাস অনুযায়ী, ভোট গণনা শেষে (যা কয়েক দিন সময় নিতে পারে) ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ইলেকটোরাল কলেজ ভোটে জেতার সম্ভাবনা ৫০ শতাংশ। অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জয়ের সম্ভাবনা ৪৯ শতাংশ।

বাস্তবিক অর্থে, এই সম্ভাবনা প্রায় একই। একেবারে কয়েনের মতো, যেখানে হেডস বা টেইলস আসার সম্ভাবনা ৫০ বনাম ৫০ শতাংশ। পরিসংখ্যানগত হিসাবে ৫০ শতাংশ এবং ৪৯ শতাংশ সম্ভাবনার মধ্যে কোনো অর্থপূর্ণ পার্থক্য নেই। আমাদের মডেলের সামান্য পরিবর্তনে সহজেই এই ৫০ শতাংশ থেকে বেড়ে ৫১ শতাংশ বা কমে ৪৯ শতাংশে নেমে যেতে পারে।

এদিকে, নির্বাচনে প্রায় সব অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষে যখন চলছে ভোট গণনা তখনই সবকিছু পাল্টে যেতে থাকে। ইতোমধ্যে অধিকাংশ অঙ্গরাজ্য থেকে ট্রাম্পের এগিয়ে যাওয়ার খবরও আসছে বিভিন্ন গণমাধ্যমে।

বিবিসির খবর অনুযায়ী, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পপুলার ভোট (সাধারণ ভোট) ৬ কোটি ৩০ লাখ ৮৯ হাজার ৪৩৮ ভোট পেয়েছেন। অন্যদিকে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস ৫ কোটি ৮৩ লাখ ৭ হাজার ২২৭ পপুলার ভোট পেয়েছেন।

এ ছাড়া এখন পর্যন্ত ভোটগ্রহণ শেষ হয়েছে এমন অঙ্গরাজ্যগুলোয় ইলেকটোরাল কলেজ ভোটের ক্ষেত্রে ট্রাম্প ২৪৬টি এবং কমলা ১৮২টি ভোট পেতে পারেন বলেন আভাস দেয়া হচ্ছে।

এমন পরিস্থিতির পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে। সাধারণত নির্বাচনী ফলাফল গণনার সময়ে এগিয়ে-পিছিয়ে দেখানো হয় যাতে প্রাথমিক জরিপ এবং বুথ ফেরত জরিপে পাওয়া ফলাফলের সঙ্গে চূড়ান্ত ফলাফলের অমিল হতে পারে। এই ধরনের অমিলের কিছু সাধারণ কারণ নিচে উল্লেখ করা হয়েছে।

মেইল-ইন ও আগাম ভোট গণনার প্রক্রিয়া: অনেক জায়গায় মেইল-ইন ও আগাম ভোট আগে গণনা করা হয়, যেখানে ভোটাররা সম্ভবত ডেমোক্রেট প্রার্থীদের দিকে ঝুঁকে থাকতে পারেন। এর ফলে শুরুতে ডেমোক্রেট প্রার্থীরা এগিয়ে থাকতে পারেন, কিন্তু যখন নির্বাচনের দিনের ভোট গণনা শুরু হয়, তখন হয়তো রিপাবলিকানদের ভোটের সংখ্যা বাড়তে শুরু করে।

গ্রাম ও শহরের ভোটারের পার্থক্য: শহরাঞ্চলের ভোটাররা সাধারণত ডেমোক্রেট পার্টির দিকে বেশি ঝোঁকে, এবং শহরাঞ্চলে ভোট গণনাও দ্রুত হয়। অন্যদিকে, গ্রামাঞ্চল এবং ছোট শহরগুলোতে রিপাবলিকানদের সমর্থন বেশি থাকে। গ্রামীণ এলাকায় ভোট গণনা ধীরগতিতে হতে পারে, ফলে চূড়ান্ত পর্যায়ে রিপাবলিকান প্রার্থীর এগিয়ে যাওয়া সুস্পষ্ট হয়ে দেখা যেতে পারে।

বিভিন্ন রাজ্যে ভোট গণনার নিয়মের পার্থক্য: বিভিন্ন রাজ্যে ভোট গণনার নিয়মে ভিন্নতা থাকতে পারে। কিছু অঙ্গরাজ্যে আগে নির্বাচনী দিনের ভোট গণনা হয়, অন্যদিকে কিছু জায়গায় মেইল-ইন বা আগাম ভোট পরে গণনা করা হয়। এতে করে চূড়ান্ত ফলে হঠাৎ উল্টাপাল্টা পরিবর্তন দেখা যেতে পারে।

ব্যক্তিগত জনমত এবং নির্বাচনের দিন সিদ্ধান্ত পরিবর্তন: প্রাথমিক জরিপ এবং বুথ ফেরত জরিপগুলো আসলে একটি নির্দিষ্ট সময়ের জনমতের প্রতিফলন। কিন্তু অনেক ভোটার বিশেষত দোদুল্যমান ভোটার শেষ মুহূর্তে তাদের সিদ্ধান্তে পরিবর্তন আনতে পারেন। এটি নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলে বিশেষ করে সুয়িং স্টেটের ফলে।

ভোট গণনা পদ্ধতি ও মান যাচাইয়ের কাজ: কিছু অঞ্চলে ভোট গণনা এবং যাচাই পদ্ধতি বেশ সময়সাপেক্ষ হতে পারে। বিশেষ করে যেখানে ব্যালট যাচাই বা নির্দিষ্ট মানদণ্ড মেনে করতে হয়। এতে করে চূড়ান্ত ফলাফল প্রকাশে দেরি হয় এবং তখন ফলে পরিবর্তন দেখা দিতে পারে। এই সব কারণে প্রাথমিক জরিপ ও বুথ ফেরত জরিপের সঙ্গে নির্বাচনের চূড়ান্ত ফলে পার্থক্য দেখা দিতে পারে।