চট্টগ্রামের পটিয়ায় ভেজাল ঘি, বেশি দামে আদা বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং লকডাউন অমান্য করে দোকান খোলা রাখায় ৮ প্রতিষ্ঠানকে ৯১ হাজার ৬০০টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে পৌরসদরের কামাল বাজার এলাকায় এ অভিযান পরিচালানা করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা।
অভিযানে আল মক্কা ট্রেডার্সকে ৪০ হাজার, আল মদিনা স্টোরকে ২০ হাজার, বিসমিল্লাহ স্টোরকে ১০ হাজার, মিলন স্টোরকে ১০ হাজার ও নিউ আল মদিনা স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় শহীদ সবুর রোড, আদালত রোড ও স্টেশন রোডের ৩ দোকানিকে ১৬০০ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা বলেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পটিয়া পৌরশহরের ব্যবসায়ীরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত দোকান খোলা রেখে ব্যবসা চালাচ্ছে। এ খবর পেয়ে আজ মঙ্গলবার অভিযানে আটটি দোকান থেকে ৯১ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। যারা সরকারি আইন অমান্য করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।