ভারতে সংঘব’দ্ধধ’র্ষ’ণের ঘটনা নতুন কিছু নয়। কিন্তু তাই বলে কবর থেকে তুলে মৃ’তদেহের সাথে ধ’র্ষ’ণ! হ্যাঁ, সভ্যতার নিষ্ঠুরতম এই ঘটনাটিও ঘটেছে ভারতেই। দেশটির পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য সংবাদপত্র আনন্দবাজার লিখেছে, এদেশে (ভারত) কবরেও সুরক্ষিত নয় মেয়েরা। সেখানেও তাদের তাড়া করে বেড়ায় পুরুষদের বিকৃত যৌ’ন লালসা। উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলার তহলকা গ্রামে কবর থেকে নারীর দেহ তুলে গণধ’র্ষ’ণ করল তিন দু’ষ্কৃ’তী।
ঘটনার তিন দিন আগে সন্তানের জন্ম দিতে গিয়ে মৃ’ত্যু হয় ২৬ বছরের ওই নারীর। ঘটনার দিন কবর থেকে ২০ ফুট দূরে তাঁর বি’বস্ত্র মৃ’তদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারাই খবর দেন পুলিশে।
অভিযুক্তদের বিরুদ্ধে কোন ধারায় মা’মলা দায়ের করা হবে তা নিয়ে ধাঁধায় পড়েছেন পুলিশ। ভারতীয় দন্ডবিধিতে মৃ’তদেহের সঙ্গে যৌ’ন মিলন বলে স্পষ্টভাবে কোন কিছুর উল্লেখ না থাকায় অভিযুক্তদের বিরুদ্ধে ২৯৭ ধারায় (কবরে অ’বৈ’ধ খনন) মা’মলা করা হতে পারে। দায়ের হতে পারে ৩৭৭ ধারাও (অস্বাভাবিক স’ঙ্গ’ম)।