ভারতের লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য রেবতী কুমার ত্রিপুরাসহ প্রতিনিধি দলের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ নিজাম উদ্দিন হাজারী।
বৃহস্পতিবার ফেনী শহরের বেষ্ট ইন রেষ্টুরেন্টে ভারতের পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য রেবতী কুমার ত্রিপুরা,শান্তির বাজার কেন্দ্রের এমএলএ প্রমোদ বিয়াং সহ তাঁর সফর সঙ্গীদের ফুলেল শুভেচ্ছা জানান সাংসদ।

এসময় নিজাম উদ্দিন হাজারী আগত অতিথিবৃন্দকে শুভেচ্ছা উপহার ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই প্রদান করেন।
ভারতীয় প্রতিনিধি দলকে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় দাগনভূইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন, ফেনী সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শুশেন চন্দ্র শীলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, অতিথিবৃন্দ চট্রগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ নামের চতুর্দশী মহাৎসোব অনুষ্ঠানে যোগ দিতে বিলোনীয়া হয়ে সীতাকুণ্ড যাচ্ছিল। তাদের যাত্রাপথে নিজাম উদ্দিন হাজারীর আমন্ত্রণে কিছু সময়ের জন্য ফেনীতে অবস্থান করেন। পরে তারা সীতাকুণ্ডের উদ্যোশে ফেনী ত্যাগ করেন।