বেশ কয়েক দিন হলো ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়েছে। আর এই সুযোগে দেশি পেয়াজ হিলির বাজার দখল করে আছে। ভারতের পেঁয়াজ আগে যেসব আড়তে মজুদ থাকত এখন দেশি পেঁয়াজের মজুদ রয়েছে সেইসব আড়তে। তাছাড়া দেশি পেঁয়াজের পর্যাপ্ত মজুত প্রতিটি খুচরা দোকানেও।
জানা যায়, হিলির বাজার বর্তমানে দেশি পেঁয়াজে দখল আছে। হিলি বাজারে ২৮ টাকা করে দেশি পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে। আর খুচরা বিক্রি হচ্ছে ৩০ টাকা।
হিলি বাজারে সবজি কিনতে আসা লুৎফর রহমান নামে একজন বলেন, ভারতী পেঁয়াজ কিছুদিন আগে ৩০ টাকা করে নিয়ে ছিলাম। আর এখন বাজারে এসে দেখি ভারতীয় পেঁয়াজ নাই। দেশি পেঁয়াজ রয়েছে সব মোকামে। তবে দাম তো দেখি একই রকম, দাম যদি একি হয় তাহলে ভারতীয় পেঁয়াজের দরকার নেই। আমরা দেশি পেঁয়াজ কিনে খাবো।
হিলি বাজারে সবজি বিক্রেতা আব্দুল লতিফ বলেন, কয়েকদিন আগে থেকে ভারতীয় পেঁয়াজ আমদানী বন্ধ থাকায় এখন আর পাওয়া যাচ্ছে না। লোকজন দেশি পেঁয়াজি বেশি কিনছেন। বাজারেও পাওয়া যাচ্ছে দেশি পেঁয়াজ। দেশি পেঁয়াজের দামও কম।
পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, বাজারে ভারতীয় পেঁয়াজ শেষ হয়ে গিয়েছে ২ দিন আগে।দেশি পেঁয়াজ পর্যাপ্ত আমদানি হচ্ছে দেশের বিভিন্ন মোকাম থেকে। দামও স্বাভাবিক, তাই ক্রেতাদের তা কিনতে মাথা ব্যাথা নেই। ২৮ টাকা কেজি দরে পাইকারিতে পেঁয়াজ দিচ্ছি। আর খুচরা বিক্রি হচ্ছে ৩০ টাকা করে।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকরা বলেন, ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে রোজার ঈদের পর থেকে। ঈদের আগে এ বন্দরে ভারতীয় পর্যাপ্ত পেঁয়াজের আমদানি হয়েছিলো। সেই সব পেঁয়াজগুলো এতোদিন আমরা বিক্রি করেছি। যদি সরকার পেঁয়াজের পারমিট আবার দেয় তাহলে আমরা আবার ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু করবো।
তাতে পেঁয়াজের দাম আরও কমে যাবে। পেঁয়াজের ইমপোর্ট পারমিট (আইপি) বন্ধ আছে।