গাজীপুর টঙ্গীর হিমার দিঘি এলাকায় এক বিউটি পার্লার কর্মী গণধ’র্ষ’ণের শি’কার হয়েছে। শুক্রবার (৭ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ভি’ক’টিম মেয়েটিকে (১৫) উ’দ্ধা’র করে।
আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ধ’র্ষ’ণের ঘটনায় মা’ম’লা হয়। পরে ধ’র্ষ’ককে গ্রে’প্তা’র করে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. জাহিদুল ইসলাম জানান, মেয়েটি রাত পৌনে ১২টার দিকে একটি বিয়ের দাওয়াত খেয়ে স্থানীয় চেরাগআলী এলাকা থেকে রিকশায় মিরাশ পাড়ার বাসায় ফেরার পথে এ ঘটনার শিকার হয়। ধর্ষ’করা রিকশা থামিয়ে মেয়েটির ছোট ভাইকে গাছের সঙ্গে বেঁধে কারখানার সামনে ট্রাকের উপর উঠিয়ে ধ’র্ষ’ণ করে।
তিনি আরও জানান, ধ’র্ষ’করা ধ’র্ষ’ণের কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।