বৃষ্টি উপেক্ষা করে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে সেনাবাহিনী। নগরীর বায়েজিদ থানার বার্মা কলোনি এলাকায় দুস্থ ও গরীবদের ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছেন সেনা সদস্যরা। মঙ্গলবার (২১ এপ্রিল) ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারের উদ্যোগে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।
মেজর আবু সাঈদ জানিয়েছেন, সেনা সদস্যরা নিয়মিত রেশনের একটি নির্দিষ্ট অংশ বাঁচিয়ে তা গরিব দুঃখীদের মাঝে পৌঁছে দিচ্ছেন। গত ১৬ এপ্রিল থেকে ২৪ পদাতিক ডিভিশনের দায়িত্বে চট্টগ্রাম জেলার উপজেলা ও নগরীতে ত্রাণ কার্যক্রম চলছে। এ সময় বাসা থেকে বের না হয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত ও অপ্রয়োজনীয় চলাচল বন্ধ করতেও নির্দেশনা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, এই ত্রাণ কার্যক্রম জিওসি ২৪ পদাতিক ডিভিশন এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল এস এম মতিউর রহমানের নির্দেশে ওই ফরমেশনের আওতায় পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান এলাকায়ও পরিচালিত হচ্ছে।