পদ্মা সেতুর টোল প্লাজায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে ২ নম্বর টোলবক্স।
শনিবার (৯ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জাজিরা গামী শরীয়তপুর পরিবহনের যাত্রীবাহী বাসটি টোল প্লাজায় টোল দিতে আসলে এ সময় গাড়ির ডান পাশের লুকিং গ্লাসের সাথে টোল বক্সে সজোরে ধাক্কা লাগে। এতে টোল বক্সের একাংশ ভেঙ্গে ক্ষতিগ্রস্ত হয়।





দ্বায়িত্বরত পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আঘাতে টোল বক্সের উপরের ও দরজার কিছু অংশ ভেঙে যাওয়ায় ক্ষতিগ্রস্থ ২ নম্বর টোল বক্সটি সাময়িক বন্ধ রয়েছে। বাসটিকে আটক করা হয়েছে।