অন্যান্য

বান্দরবানে সেনাবাহিনী নিয়ন্ত্রিত ১ মিনিটের বাজার

বান্দরবানে চালু হলো সেনাবাহিনী নিয়ন্ত্রিত এক মিনিটের বাজার। বান্দরবান জেলা সদর ও আলীকদম উপজেলার গরীব অসহায় ও কর্মহীন ৩’শ মানুষ এ বাজার থেকে চাল সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিনামূল্যে তুলে নেয়।

আজ রবিবার (১৭ মে) সকালে বান্দরবান জেলা শহরের স্টেডিয়ামে সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শাহিদুল এমরান বাজারটির উদ্বোধন করেন। এসময় তার সাথে সদর জোনের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আতাউস সামাদ রাফি, মেজর ইফতেখার সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাজারে আসা লোকজন সারিবদ্ধভাবে সাবান দিয়ে হাত ধুয়ে মাস্ক পরে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার থেকে পণ্যগুলো তুলে নেন। বাজারের সবজিসহ অন্যান্য পণ্য প্রান্তিক কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হয়। মূলত করোনা সংক্রমণের ঝুঁকি এড়ানোর পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতেই এই উদ্যোগ নেয়া হয় বলে জানিয়েছেন সেনা কর্মকর্তারা।

অঘোষিত লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষগুলো বিনামূল্যে বাজার থেকে সবজি সহ অন্যান্য পণ্য পেয়ে খুবই খুশি। আগামীতে এ ধরনের বাজার আরো বসানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *