চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নে জমি নিয়ে বিরো’ধে হা’মলার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে একপক্ষের ধারালো কি’রিচে’র কো’পে মারা’ত্মক জ’খম হয়েছেন নারীসহ ৬ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রে’প্তার করতে পারেনি।
সূত্র জানায়, গন্ডামারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের লালপুরি নতুন বাড়ি এলাকায় সোমবার বিকেলে সং’ঘ’র্ষ হয়। সেখানে কি’রি’চের কো’পে আ’হত হন ৬ জন। তাদের মধ্যে রায়হান (২০), সাবেকুর নাহার (৪৫), রেণু আরা বেগম (৪৫) ও রহমত উল্লাহ (৫৫) নামে চারজনকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আ’হত’রা অভিযোগ করেছেন, জমি নিয়ে স্থানীয় বিরো’ধে নেজাম উদ্দিনের নেতৃত্বে হাম’লার ঘটনা ঘটে। বাঁশখালী থানায় আগেও তাদের বি’রুদ্ধে অভিযো’গ করা হয়েছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রেজাউল করিম মজুমদার বলেন, ‘হাম’লার খবর শুনেছি। তবে মা’মলা হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’