অন্যান্য

বন্দরে কনটেইনার থেকে পণ্য গায়েব!

চট্টগ্রাম বন্দরের সংরক্ষিত ইয়ার্ডের একটি কনটেইনার থেকে পণ্য গায়েব হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ রবিবার (৩ মে) কাস্টম হাউসের অডিট ইনভেস্টেগেশন এন্ড রিচার্স (এআইআর) টিম কায়িক পরীক্ষাকালে ৪০ ফুট লম্বা কনটেইনারটি খালি পাওয়া যায়। ওই কনটেইনারে ফেব্রিক্স ছিলো বলে জানা গেছে।

কাস্টম হাউসের সহকারী কমিশনার (এআইআর) নূর এ হাসনা সানজিদা অনসূয়া বলেন, আমরা কায়িক পরীক্ষা করেছি। কনটেইনারটি খালি অবস্থায় পপাওয়া গেছে। তদন্ত করে পরে বিস্তারিত জানাতে পারবো।সূত্রে জানা যায়, বন্দরের নিরাপত্তা হেফাজতে থাকা কনটেইনার খুলে সংঘবদ্ধ একটি চক্র নিজেদের পণ্য খালাসের জন্য বেশি পণ্যবাহী গাড়ি বন্দরের ইয়ার্ডে ঢুকিয়ে পরে ওই কনটেইনারের পণ্যও নিয়ে গেছে। পণ্যডেলিভারি নিতে সাধারণত একটি কনটেইনারের দুটি কভার্ডভ্যান বা ট্রাক দরকার হয়। গত এপ্রিলে পণ্যবাহী একটি গাড়ি আটকের সঙ্গে এ কনটেইনারের যোগসূত্র থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *